বাংলাদেশে নতুন আরও চার জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর হয়েছে।
বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
এসময় তিনি জানান, করোনায় নতুন চার জন আক্রান্তের তিন জন বিদেশফেরত। তাদের মধ্যে একজন নারী এবং বাকি তিনজন পুরুষ। একজন পূর্বে আক্রান্তদের পরিবারের সদস্য।
চীনের উহান থেকে এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন