কুষ্টিয়ার ভেড়ামারায় হোম কোয়ারেন্টাইন অমান্য করে ব্যাংকে যাওয়ায় এক প্রবাসীকে (৩৮) ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাকে। আজ বুধবার দুপুরে ভেড়ামারা পূবালী ব্যাংকে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ।
উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ জানান, মিরপুর উপজেলার মজলিসপুর গ্রামের ওই ব্যক্তি ৫ দিন আগে ওমান থেকে আসেন। আজ নিষেধাজ্ঞা অমান্য করে ভেড়ামারা পূবালী ব্যাংকে আসায় তাকে দণ্ডবিধি ১৮৬০ মোতাবেক সংক্রামক সংক্রান্ত নিষেধাজ্ঞা অমান্য করার কারণে ৫০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তাকে। এ সময় ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম