টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ক্লাবের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে ধনবাড়ী উপজেলার বিভিন্নস্থানে এ লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ধনবাড়ী পৌর শহর ও বিভিন্ন এলাকায় গিয়ে ইয়ুথ ক্লাবের সদস্যরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সচেতনতা বাড়াতে লিফলেট ও মাস্ক বিতরণ করেন।
লিফলেট ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহবুব রহমান খসরু, ধনবাড়ী সাইন্স অ্যান্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ আ. মজিদ, ধনবাড়ী ইয়ুথ ক্লাবের উপদেষ্টা রাজীব ভদ্র অপু, নিজেরা করি আঞ্চলিক সমন্বয়ক আমজাদ হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, রবিউল ইসলামসহ বিভিন্ন এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁন মিয়া জানান, সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে করোনাভাইরাস জনসচেতনতা বাড়াতে এগিয়ে আসা উচিত।
ধনবাড়ী ইয়ুথ ক্লাবের সভাপতি রাকিব হাসান রকিব জানান, আমাদের সকলের সচেতনতায় বাংলাদেশ করোনাভাইরাসের কবল থেকে মুক্তি পেতে পারে। করোনা এখন বৈশ্বিক সমস্যা। এটা হতে মুক্তি পেতে হলে সচেতনতা জরুরি।
এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকী বলেন, জনসচেতনতা বাড়াতে এটি অত্যন্ত ভালো উদ্যোগ। যার যার অবস্থান থেকে সবার এগিয়ে আসা উচিত। এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
বিডি প্রতিদিন/আল আমীন