করোনা পরিস্থিতি ক্রমান্বয়ে শোচনীয় আকার ধারণ করায় নিউইয়র্ক সিটি এবং আশপাশের সকল মসজিদে নামাজ নিষিদ্ধ করা হয়েছে। বড়বড় মসজিদগুলোর সামনে টহল পুলিশের গাড়ি অবস্থান করছে কেউ যাতে এ নির্দেশ অমান্য করতে না পারে। একইভাবে চার্চ ও মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জনসমাবেত ঠেকাতে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। একইভাবে রেস্টুরেন্ট, পানশালা, ক্লাব, ব্যায়ামাগার ও মুভি থিয়েটারও বন্ধ রাখার নির্দেশ কার্যকর হয়েছে নিউইয়র্ক সিটিসহ আশপাশের সকল অঙ্গরাজ্যে।
রেস্টুরেন্টগুলো থেকে শুধুমাত্র ক্যাটারিংয়ের অনুমতি রয়েছে। নিউজার্সি অঙ্গরাজ্যের সুপার মার্কেটগুলো মঙ্গলবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিন থেকে নিউইয়র্ক, কানেকটিকাট এবং নিউজার্সি অঙ্গরাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে ১৯ এপ্রিল পর্যন্ত। গত বছরের আয়-ব্যয়ের হিসাব দাখিলের সর্বশেষ সময় ১৫ এপ্রিল থেকে ৯০ দিন বাড়িয়ে দেয়ার নির্দেশ জারি করেছে ফেডারেল প্রশাসন।
নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালিত সর্ববৃহৎ ‘জামাইকা মুসলিম সেন্টার’র সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী জানান, ১৬ মার্চ সোমবার মাগরিব নামাজের পরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা করোনাভাইরাসের কারণে মসজিদ বন্ধ রাখার নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায় করা সম্ভব হবে না বলেও জানান পুলিশ অফিসাররা। একই নির্দেশ পৌণে দুই শত মসজিদে জারি করা হয়েছে।
নিউইয়র্ক স্টেট গভর্নর এ্যান্ড্রু ক্যুমো বলেছেন, কানেকটিকাট এবং নিউজার্সিসহ আমরা আঞ্চলিক জোট গঠন করেছি করোনা পরিস্থিতি যথাযথভাবে মোকাবেলার জন্য। পরস্পরের সহযোগিতায় আমরা লোকজনকে করোনা মুক্ত এবং যারা আক্রান্ত হয়েছে বা হবে তাদের সুচিকিৎসার চেষ্টা ঐক্যবদ্ধভাবে চালাবো। এজন্যে বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া সকলেই যাতে ঘরে অবস্থান করেন এবং বাসায় বসেই অফিসের কাজ সারেন। স্টেট গভর্নর অবশ্য সবকিছু বন্ধ করা অর্থাৎ কারফিউ জারির কথা এখনও ভাবছেন না বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নিউইয়র্কসহ এই ৩ রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ২০৪১ এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। আমেরিকার সবগুলো রাজ্য অর্থাৎ ৫০ অঙ্গরাজ্যে মারা গেছে ১০৮ জন এবং নিশ্চিতভাবে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৩৪১ জন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ।
বিডি-প্রতিদিন/শফিক