লালমনিরহাটে বিদেশ থেকে আসা ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কোয়ারেন্টাইনে থাকা এসব ব্যক্তিকে পর্যবেক্ষণ করছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে লালমনিরহাট সদর উপজেলার কানাডাফেরত ২ জন, কালীগঞ্জ উপজেলায় আমেরিকা ও দক্ষিণ কোরিয়াফেরত ৩ জন, পাটগ্রাম উপজেলায় ভারতফেরত ৩ জন রয়েছেন।
এ দিকে লালমনিরহাট সদর উপজেলায় বিদেশ থেকে আসা দুজনকে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা কানাডা থেকে এসেছেন। এর আগে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদেশ ফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। লালমনিরহাট জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের পর্যবেক্ষণে রেখেছে।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুপ পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশি ৩ জন বুধবার ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন হয়ে দেশে আসেন।
লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দুর রায় বলেন, লালমনিরহাটে ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ তাদের প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন