করোনাভাইরাস প্রতিরোধ চাঁদপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতা ও সতকর্তামূলক প্রচারণা চালানো হয়েছে।
বুধবার দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ও গণপরিবহনে স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও বাসের যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্লাহ প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন