টাঙ্গাইলের সখীপুরে সিংগাপুর ফেরত হামিদুল ইসলাম নামের এক যুবক হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা এ দণ্ডাদেশ দেন। সে উপজেলার বৈলারপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, জনসচেতনতা না মেনে প্রবাস থেকে এসে হামিদুল ইসলাম অবাধে চলাচল করছীল। গত ৭ মার্চ সে সিংগাপুর থেকে দেশে এসে হোম কোয়ারেন্টাইন মেনে না চলায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, করোনা প্রতিরোধে বিদেশ থেকে এসে ১৪ দিন কোয়ারেন্টাইনে না থাকার অপরাধে একজনকে ১০ হাজার টাকা জরিমানা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ