করোনা আতঙ্কে স্তব্ধ বিশ্ব। প্রতিনিয়তই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে ইরানে একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৪৭ জনের প্রাণ কেড়েছে করোনাভাইরাস। মৃত্যুর এই সংখ্যা দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ। খবর রয়টার্সের।
এনিয়ে দেশটিতে করোনায় মৃত্যু হলো ১ হাজার ১৩৫ জনের। বুধবার দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী রেজা রাইজি টেলিভিশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন। করোনাভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যে গত তিন সপ্তাহ ধরে মসজিদে জুমার নামাজ বাতিল করেছে ইরান।
আগামী শুক্রবার ইরানি নববর্ষ নওরোজ উদযাপন করবেন দেশটির অনেক নাগরিক। ফলে দেশটিতে এই ভাইরাসের বিস্তার আবারও দ্রুত ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। দেশটিতে বুধবার নতুন করে এক হাজার ১৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত এখন ১৭ হাজার ৩৬১।
বিডি-প্রতিদিন/শফিক