ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনা আতঙ্কে ৪ জন ইতালি ফেরত প্রবাসীকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তত্ত্বাবধানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের তিনজনকে নিজ বাড়িতেই রাখা হয়েছে। পরদিন আসা একই এলাকার আরও একজন আছেন আশকোনা হাজি ক্যাম্পে।
বিদেশ ফেরত সকল প্রবাসীর উপর উপজেলা প্রশাসনকে নজরদারীর ব্যবস্থা রাখার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন। করোনা আতঙ্কে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা. মামুনুর রহমান জানান, করোনা আতঙ্কে বাংলাদেশও ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে ইতালি ফেরতরাই বেশি ঝুঁকিতে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করার কোনো প্রকার ব্যবস্থাও নেই। তাই সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সম্প্রতি বিদেশ ফেরত প্রবাসীদের পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে ইতালি ফেরত ৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। অপর একজন আছেন ঢাকায় হাজি ক্যাম্পে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম জানান, ইতালি থেকে আসা প্রবাসীদের নাম ঠিকানা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানিয়েছেন। তাদের মধ্যে তিনজনকে উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার তত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অপরজন আছেন হাজি ক্যাম্পে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম