দেশে আসা আরও ২৫ প্রবাসীকে নেত্রকোনায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গত বুধবার পর্যন্ত নয়জন থাকলেও আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৫ জন মিলিয়ে মোট ৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। তবে তাদের সকলের ঠিকানা পাওয়া যায়নি। তারা চীন, ইতালী, জর্ডান, মালয়েশিয়া, ওমান, বাহরাইন, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা। আর এসকল প্রবাসীদের খোঁজে বের হয়েছেন স্বাস্থ্য কর্মীরা।
নেত্রকোনার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম জানান, গতকাল বুধবার সকালে সিঙ্গাপুর ফেরত একজনকে পূর্বধলা উপজেলায় এবং গত মঙ্গলবার রাতে ফেরত বাকি চারজনের মধ্যে দুই জন পূর্বধলায় ও মদন উপজেলার দুইজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে। এর আগে কলমাকান্দায় চীন ফেরত একজন, দুর্গাপুরে ইতালি ফেরত একজন, সদর উপজেলায় ইতালি ফেরত দুইজন হোম কোয়ারেনটাইনে রয়েছেন। তবে তারা প্রথমে বাইরে ঘুরাফেরা করলে স্বাস্থ্য বিভাগ সাজা দেওয়ার ভয়ভীতি দেখিয়ে তাদেরকে হোম কোয়ারেনটাইনে থাকতে বাধ্য করেন। এছাড়াও নেত্রকোনা জেলার ঠিকানায় মোট ৫৯ জনের খবর পাওয়া গেলেও তাদেরকে শনাক্ত করা যাচ্ছে না। তারা নেত্রকোনায় পৌঁেছছে কিনা তাও খোঁজ রাখা হচ্ছে।
তবে জেলা সদরের আধুনিক হাসপাতালসহ বাকি নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রস্তুতি মূলক মোট ৫০টি শয্যা আইসোলেশন করা হয়েছে চিকিৎসা দেয়ার জন্যে। সিভিল সার্জন আরও জানান, আপাতত আতঙ্কের কিছু নেই। তিনি সকলকে সতর্ক থাকতে পরামর্শ দেন। পাশাপাশি বাইরে থেকে আসা প্রবাসীদেরকে অনুরোধ করে হলেও অন্যের চিন্তা করে যেনো তারা কেরায়ারেন্টাইনে থাকেন এই বিষয়টি নিয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে খোঁজ নেয়া হচ্ছে যারা নতুন আসছেন বা এসে লুকিয়ে আছেন তাদের সম্পর্কে। তবে এ পর্যন্ত নির্দেশ না মানার কারণে কাউকে সাজা বা জরিমানা দেয়ার মতো ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ