বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। অনেক জায়গায় চলছে স্ব-উদ্যোগ হোম কোয়ারেন্টাইন। সবার মধ্যে ভর করেছে আতঙ্ক, উদ্বেগ, শঙ্কা ও উৎকণ্ঠা। এরই এসেছে দেশের মহান স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার ছিল স্বাধীনতার দিন। কিন্তু এই দিনে জনমানব শূন্য স্মৃতির শহীদ মিনার।
ঘরবন্দি মানুষ যেতে পারেননি শহীদ মিনারে। দিতে পারেননি ফুল, গাইতে পারেননি দেশপ্রেমের গান, কবিতা, মুখর হয়ে ওঠেনি স্লোগান। শহীদ মিনারের দিকে যাওয়া চিরাচরিত সেই জনস্রোত আর দেখা যায়নি। করোনাভাইরাসের কারণে সব আনন্দ উৎসব ফিকে হয়ে গেছে। নগরের সর্বত্র বিরাজ করছে সুনসান নিরবতা। নগরের প্রধান সড়কে নেই কোনো যানবাহন, পথচারী ও সাধারণ মানুষ। উপসড়ক ও গলিগুলোও মানবশূন্য।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, ‘পুরো চট্টগ্রামে সিভিল প্রশাসন এবং সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে। নগরে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এবং উপজেলায় নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) বিশেষ দায়িত্ব পালন করছেন। তাছাড়া হোম কোয়ারেন্টাইন ব্যবস্থা পর্যালোচনাসহ প্রশাসনকে সহায়তা করছেন সেনাবাহিনী। সড়কে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাকে বাসায় ফেরত পাঠানো হচ্ছে।’
তিনি বলেন, ‘কোথাও কোনো জায়গায় যাতে অধিক লোক জড়ো হতে না পারে, ৫-৭ জনের বেশি লোক যাতে জড়ো না হয় এবং জরুরি প্রয়োজনে বের হওয়া লোকজন যাতে নির্দিষ্ট দূরত্ব মেনে চলাফেরা করে- সেটা নিশ্চিত করছে সেনাবাহিনী।’
বিডি প্রতিদিন/এ মজুমদার