৩ এপ্রিল, ২০২০ ১৬:২৪

মধ্যরাতে নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির পুলিশ সুপার

নীলফামারী প্রতিনিধি :

মধ্যরাতে নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে হাজির পুলিশ সুপার

জেলা পুলিশের উদ্যোগে নীলফামারী ডিমলা উপজেলায় দুইশ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে আসেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম।

ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের অনটনে থাকা নিম্ন আয়ের মানুষকে এই খাদ্য সহায়তা দেয়া হয়। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নীলফামারী আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল জয়ব্রত পাল, ডিমলা থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ ও পরিদর্শক(তদন্ত) সোহেল রানা ।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান সবার প্রতি। ডিমলা থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখ জানান, বিতরণকৃত খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল পাঁচ কেজি, আলু দুই কেজি, লবণ এক কেজি, তেল এক লিটার, এক কেজি ডাল, পিয়াজ, মরিচ, সাবান ও একটি করে মাস্ক বিতরণ করা হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর