৩ এপ্রিল, ২০২০ ১৬:৩৩

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা হবে ১ কোটি: অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা হবে ১ কোটি:  অস্ট্রেলিয়া

গেল বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম ধরা পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এরপর বিশ্বের অন্তত ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৩০ হাজার এবং মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়েছে।

এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে বিশ্বব্যাপী। সারা বিশ্ব কাঁপছে করোনা আতঙ্কে।

এদিকে, বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা কোটির ঘরে পৌঁছাবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার চিফ মেডিকেল অফিসার মরফি।

আগে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ হবে বলে ধারণা করা হয়েছিল। তবে এ সংখ্যা লাখ ছাড়িয়ে ১ কোটি হবে বলে ধারণা করেছেন অধ্যাপক মরফি। যা ১ লাখের দশগুণ।

মরফি বলেন, আমরা করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছি কিন্তু আমার ধারণা এ সংখ্যা ৫০ লাখ বা ১ কোটিতে পৌঁছাবে। অনেক দেশ আক্রান্তের সঠিক সংখ্যা গোপন করছে আবার অনেক দেশে পরীক্ষার পর্যাপ্ত সরঞ্জাম নেই।

এদিকে, অস্ট্রেলিয়ার করোনায় আক্রান্তের সঠিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছেন মরফি। সেই সাথে অস্ট্রেলিয়ার পরীক্ষা পদ্ধতি অন্যান্য দেশের চেয়ে ভালো বলছেন তিনি। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর