উপসর্গ থাকলেও মেহেরপুরের গাংনীর গাড়াডোব গ্রামে এক ব্যক্তিকে টেস্ট করার পর তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি। শুক্রবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন।
তিনি জানান, গত মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট ও সর্দি-জ্বর নিয়ে গাড়াডোব গ্রামের রুহুল আমিন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার পরদিন বুধবার পরীক্ষার জন্য আইইডিসিআর-এ নমুনা পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার ঐ ব্যক্তির শরীরে করোনা সংক্রামন নেই বলে নিশ্চিত করেছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান জানান, রুহুল আমিনের শরীরে করোনাভাইরাস না থাকায় তার বাড়িসহ আশেপাশের বাড়ির লকডাউন তুলে নেওয়া হয়েছে।
এ দিকে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মেহেরপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে অধিক নিরাপত্তার জন্য ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। তাদের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। বর্তমানে মেহেরপুর জেলায় মোট ৬১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। আর ৪৯৮ জনকে হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল