বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। মৃত্যুবরণ করেছে ৫৪ হাজারের বেশি। তবে ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন ২ লাখের বেশি মানুষ।
এদিকে, কোয়ারেন্টাইন থেকে ফিরলেন জার্মাল চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলে। ব্যক্তিগত চিকিৎসকের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর গত ২৩ মার্চ থেকে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন।
এ ব্যাপারে মেরকেলের মুখপাত্র স্টিফেন সেইবার্ট জানিয়েছেন, সেল্ফ-কোয়ারেন্টাইন শেষে জার্মান চ্যালেন্সলর তার কাজে ফিরেছেন। ২৩ মার্চ স্থানীয় সময় বিকেলে এক সংবাদ সম্মেলন থেকে ফিরে ব্যক্তিগত চিকিৎসকের আক্রান্তের সংবাদ শোনার পরপরই কোয়ারেন্টাইনে থাকার সিধান্ত নেন তিনি।
নিজস্ব বাসভবনে কোয়ারেন্টাইনে থাকাকালীন তার তিনবার করোনা পরীক্ষা করা হয়। গত ১ এপ্রিল তৃতীয়বার পরীক্ষা শেষে তার দেহে করোনার কোনো উপস্থিতি শনাক্ত করা যায়নি।
সূত্র: সিএনএন
বিডি প্রতিদিন/ ওয়াসিফ