বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশেও হানা দিয়েছে। এ ভাইরাসে বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬১ এবং মৃত্যু হয়েছে ৬ জনের। এছাড়াও এ ভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ২৬ জন।
করোনা মোকাবেলায় গত ২৪ ঘণ্টায় দেশে হোম কোয়ারেন্টাইনসহ হাসপাতাল ও অন্যান্য কোয়ারেন্টাইনে আছেন ৫৫২ জন। এ পর্যন্ত মোট কোয়ারেন্টাইনে ছিলেন ৬৪ হাজার ৪৮৪ জন। এর মধ্যে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছেন ৪৮ হাজার ৩১ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ১৬ হাজার ৪৫৩ জন।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৪ জন। ছাড়পত্র নিয়েছেন ১০ জন। গত ২ এপ্রিল পর্যন্ত সারাদেশে আইসোলেশনে ছিলেন ৩৮৭ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৩০৫ জন। বর্তমানে আইসোলেশন আছেন ৮২ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন