শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে মারা যাওয়া রফিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন শরীয়তপুরের সিভিল সার্জন। তার মৃতদেহের নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাসের সংক্রমন পায়নি আইইডিসিআর। আজ সকালে নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে সিভিল সার্জন।
এর আগে গত মঙ্গলবার বিকেলে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হয় নড়িয়া উপজেলার রফিকুল ইসলাম নামের এক যুবক। আইসোলেশন ইউনিটে রাতেই মারা যান তিনি। পরদিন তার মৃতদেহের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠায় স্বাস্থ্য বিভাগ। তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমন পাওয়া যায়নি।
এদিকে, রিপোর্ট পাওয়ার পর ওই যুবকের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার আদেশ প্রত্যাহার করা হয়েছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কাউকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়নি।
বিডি প্রতিদিন/হিমেল