বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়েছে করোনাভাইরাস। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছে ৫৪ হাজারের বেশি। বিশ্বের ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
এদিকে, ভারতের উত্তরপ্রদেশের শামলি জেলায় করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে থাকা এক যুবকের আত্মহত্যার পর নমুনা পরীক্ষায় জানা গেছে তার শরীরে করোনাভাইরাস ছিল না।
জেলা প্রশাসক জসজিৎ কৌরের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার ৪০ বছরের এক যুবককে করোনা সন্দেহে জেলা হাসপাতলে ভর্তি করা হয়। এর পর তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। বুধবার তার নমুনা সংগ্রহ করে মিরাট হাসপাতালে পাঠানো হয়েছিল। ওই রাতেই সে আত্মহত্যা করে।
মিরাটের প্রধান মেডিকেল অফিসার সঞ্জয় ভাটনগর জানান, নমুনায় ওই ব্যক্তির ফলাফল নেগেটিভ এসেছিল।
পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে তা জানায়ায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ