গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় সাড়ে ১৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার গোপালগঞ্জ পৌরসভা চত্বরে শেখ সেলিমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ও পৌর মেয়র কাজী লিয়াকত আলী।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবণ,আধা লিটার তেল ও ১ টি সাবান। শেখ সেলিম এমপি’র পক্ষে বিতরণকৃত খাদ্য সামগ্রী গোপালগঞ্জ পৌর এলাকায় ৩ হাজার ও গোপালগঞ্জ সদর উপজেলার ২১ ইউনিয়নে সাড়ে ১০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়। ইউনিয়নে ইউনিয়নে পাঠানো খাদ্য সামগ্রী ইউপি চেয়ারম্যান, মেম্বার, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
শেখ সেলিম জানান, ‘গোপালগঞ্জের কোন মানুষ না খেয়ে থাকবে না এবং কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না।’ তিনি আরও বলেন, জাতির এই সংকটময় মুহূর্তে আমাদেরকে মানুষের পাশে থাকতে হবে। প্রতিনিয়ত করোনা প্রতিরোধে করণীয় নিয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছি। এ যুদ্ধ ঘরে থাকার । আপনারা ঘরে থাকুন, সচেতন হোন ইনশাআল্লাহ আমরা করোনা মোকাবেলায় সফল হবো।
বিডি-প্রতিদিন/শফিক