৫ এপ্রিল, ২০২০ ২৩:৩৯

ইতালিতে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৫২৫

অনলাইন প্রতিবেদক

ইতালিতে মৃত্যুর মিছিলে যোগ হলো আরও ৫২৫

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের অন্তত ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৫৩ হাজার এবং মৃতের সংখ্যা ৬৮ হাজার ছাড়িয়েছে। এছাড়াও এ ভাইরাস থেকে সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ২ লাখ ৫৭ হাজারেরও বেশি মানুষ। 

বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এছাড়াও করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। গত ২৪ ঘণ্টায় ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৫ হাজার ৮৮৭ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩১৬ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যাটি দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৪৮ জনে। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ২১ হাজার ৮১৫ জন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর