৮ এপ্রিল, ২০২০ ১১:৪৮

মানিকগঞ্জের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫৭ জন, আইসোলেশনে ৩

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫৭ জন, আইসোলেশনে ৩

মানিকগঞ্জে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ৫৭ জন রয়েছে। এছাড়া আইসোলেশনে তিনজন এবং হোম কোয়ারেন্টেইনে আছেন ১০৭ জন। 

বুধবার সিভিল সার্জন ডা. আনোরুল আমিন আখন্দ জানান, সিংগাইরে তাবলিগ জামায়াতের এক সদস্য করোনায় আক্রান্ত হলে তাবলিগ জামায়াতের সংশ্লিষ্ট ৫৭ জন মুসল্লিকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আনা হয়। মানিকগেঞ্জ পৌরসভার কেওরজানী এলাকায় নবনির্মিত আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে এদেরকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আইসোলেশনে রাখা হয়েছে। এদের সার্বক্ষণিক পর্যবেক্ষন করা হচ্ছে বলেও জানান তিনি। 

বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর