করোনাভাইরাস থেকে এলাকাবাসীকে বাঁচাতে এবার রাস্তায় ব্যারিকেড দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন। তিনি বর্তমানে নিজ জেলা মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবস্থান করছেন। এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে তিনি নিয়মিত করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ড্রেন, ডাস্টবিন, অপরিচ্ছন্ন জায়গায় কীটনাশক/জীবাণুনাশক ওষুধ স্প্রে করছেন।
এর পাশাপাশি ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাদের সঙ্গে নিয়ে ত্রাণ বিতরণ করছেন।
বুধবার বিকালে জুড়ী উপজেলার একটি নিদিষ্ট এলাকার প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন-এমন কয়েকটি ছবি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন জাকির। এক ঘণ্টায় ছবিটিতে সাড়ে ৫ হাজার লাইক, প্রায় দেড়শ’ কমেন্ট পড়ে। শেয়ারও হয়েছে প্রায় অর্ধশত।
তিনি লিখেছেন, ‘জুড়ী উপজেলার যুব সমাজ অত্যন্ত সচেতন। যেভাবে সচেতনতার পরিচয় দিয়েছে সবাইকে ধন্যবাদ, এলাকার প্রবেশপথে যেভাবে লকডাউনের উদ্দেশ্যে বাঁশ বেঁধে ব্যারিকেড দিয়েছেন এটি অত্যন্ত সময়পযোগী। আমি সকলের প্রতি বিনীত অনুরোধ রাখবো বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর জন্য, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।’
বিডি প্রতিদিন/কালাম