৯ এপ্রিল, ২০২০ ১৫:০৮

২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জনের মধ্যে ঢাকায় ৬২ জন

অনলাইন প্রতিবেদক

২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জনের মধ্যে ঢাকায় ৬২ জন

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১২ জন। এর মধ্যে শুধুমাত্র ঢাকায় আক্রান্তের সংখ্যা ৬২ জন। এছাড়া ১৩ জন আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। বাকি ৩৭ জন দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা আজ দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

এসময় তিনি আরও জানান, নতুন আক্রান্তের ৭০ জন পুরুষ এবং বাকিরা নারী। ২৪ ঘণ্টায় সর্বমোট ১০৯৭ নমুনার পরীক্ষা করা হয় তাতে ১১২ জনের করোনা পজেটিভ আসে। করোনা আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তিনি ষাটোর্ধ্ব একজন পুরুষ।

এর আগে দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক নিশ্চিত করেন বাংলাদেশে গত ২৪ ঘণ্টার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১২ জনের দেহে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় একজনসহ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

বিডি প্রতিদিন/হিমেল/শফিক

সর্বশেষ খবর