করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালিয়ে আসা গৃহবধূকে ফের ঢাকায় প্রেরণ করা হয়েছে। রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে তাকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করেছেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।
বৃহস্পতিবার সকাল ১১টার সময় ওই গৃহবধূ ও তার স্বামীকে ঢাকায় পাঠান সিভিল সার্জন।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, ঢাকা থেকে পালিয়ে আসা গৃহবধূ ও তার স্বামীকে গতকাল সদর উপজেলার দাদশী ইউনিয়নে নিজ বাড়ি থেকে উদ্ধার করে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছিল। আজ সকাল ১১টার সময় তাদের দুইজনকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান বলেন, গৃহবধূর শরীরে করোনাভাইরাস শনাক্ত হবার পর সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর ও সমস্তপুর গ্রাম লকডাউন করে রাখা হয়েছে। প্রশাসন লাকডাউনকৃত গ্রাম দুইটিতে নজর রেখে যাচ্ছে। গৃহবধূর সংস্পর্সে আসা ব্যক্তিদের থেকে যদি অন্য কারো শরীরে ঠান্ডা, জ্বর অথবা কাশির লক্ষণ না দেখা যায় তবে লকডাউন তুলে নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল