বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। এই আতঙ্কের মধ্যে রয়েছে এশিয়ার অন্যতম উন্নত রাষ্ট্র জাপানও। করোনাভাইরাস সংক্রমণে বিভিন্ন পদক্ষেপ নিয়েও আক্রান্তের সংখ্যা কমাতে পারছে না জাপান। টানা চতুর্থ দিন আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭১৪ জন এবং মৃত্যু হয়েছে চারজনের।
জাপানে সর্বমোট আক্রান্ত ৭ হাজার ৪৬০ জন। এর মধ্যে দেশটিতে নোঙর করা ডায়মন্ড প্রিন্সেস প্রমোদতরীর ৭১২ জন আছে। ওই জাহাজের ১১ জনের মৃত্যু হয়েছে, সুস্থ ৬১৯ জন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১০৯।
টোকিওতে শনিবার রেকর্ড ১৯৭ জনের কোভিড-১৯ ধরা পড়েছে, মোট ১৯০২ জন।
এদিকে জাপানের জনগণকে কোয়ারেন্টাইনে উদ্ধুব্ধ করতে প্রধামন্ত্রী শিনজো অ্যাবে টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সোফায় বসে কুকুরকে আদর করতে ও বই পড়তে দেখা গেছে তাকে। সবাইকে ঘরে থাকার অনুরোধ করে তিনি লিখেছেন, ‘আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে পারছি না এবং কোনও দাওয়াতেও যাচ্ছি না। কিন্তু এসব অনেক মানুষের জীবন রক্ষা করছে।’
বিডি প্রতিদিন/কালাম