থাইল্যান্ডে ক্রমেই করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৩৩ জন এবং তিনজনের মৃত্যু হয়েছে।মৃত্যুবরণ করা তিনজনের মধ্যে দুই জন পুরুষ; যাদের বয়স ৭৪ ও ৪৪ এবং একজন নারী (৬৫)।
দেশটির কভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে গঠিত কেন্দ্রের মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৫৫১। অপরদিকে করোনায় মোট মৃত্যু হয়েছে ৩৮ জনের।
দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ২১৮ জন। ৬১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
বিডি প্রতিদিন/ফারজানা