চীনের সীমানা পেরিয়ে বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে একযোগে তাণ্ডব চালাচ্ছে এই করোনাভাইরাস। এর বিষাক্ত ছোবলে ইতোমধ্যে বিশ্বব্যাপী ১৭ লাখ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখের বেশি মানুষের।
এদিকে, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হতে শুরু করায় ন্যাশনাল হেলথ সার্ভিস কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এনএইচএসের চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীর কাছে ঋণী বলে জানিয়েছেন বরিস জনসন।
এর আগে, করোনাভাইরাসে আক্রান্ত হযে গত রবিবার থেকে সেন্ট থমাস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরিস জনসন। করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতি হওয়ায় তাকে বৃহস্পতিবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
এর আগে, করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার থেকে তাকে সেন্ট থমাস হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ