করোনাভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে বিশ্ববাসীকে। এই দুর্বিপাক বিশাল সংখ্যক মানুষকে গৃহবন্দী করে ফেলেছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই বদ্ধ ঘরেই দিন কাটাচ্ছেন। সাধারণ মানুষদের মতো সেলেব্রেটিরাও সময় কাটানোর জন্য সোশ্যাল মিডিয়ার শরণাপন্ন হয়েছেন। অনুরাগীদের কথা মাথায় রেখে প্রতিদিনই বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করছেন তারা।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টিস্কা চোপড়া সম্প্রতি বানরদলের একটি ভিডিও শেয়ার করেছেন, যা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, বানরগুলো লকডাউনের মাঝে সুযোগের সদ্ব্যবহার করছে। লাফালাফি থেকে সুইমিংপুলে গোসল-সাঁতার কিছুই বাদ নেই। তারা ঘরের জানালা থেকে লাফিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে।
ভিডিওটি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন টিস্কা চোপড়া। ভিডিওটির জন্য দারুণ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন তিনি। এর নাম পুল পার্টি। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে টিস্কা চোপড়া লিখেছেন, বছরের পর বছর ধরে দেখছে এবং অপেক্ষা করছে ... সুযোগ দেখে সদ্ব্যবহার করল। ভিডিওটি এক লাখেরও বেশি বার দেখা হয়েছে বলে জানা গেছে। সূত্র : এনডিটিভি, ইন্ডিয়া টুডে।
বিডি-প্রতিদিন/শফিক