করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।
গত ১০ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আসলে তাকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার বলেন, গত শুক্রবার জ্বর, ঠাণ্ডাসহ নানা সমস্যা নিয়ে এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। অসুস্থ ওই নারীকে আইসোলেশনে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার