যশোরে করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি মণিরামপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ের একজন পুরুষ স্বাস্থ্যকর্মী। তিনি মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নে কর্মরত ছিলেন এবং মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। অসুস্থ্য হওয়ার পর তিনি মুজগুন্নি গ্রামে শ্বশুরবাড়িতে ছিলেন। করোনা শনাক্ত হওয়ার পর সেই ভাড়াবাড়ি, মশ্মিমনগরে তার নিজের বাড়ি এবং মুজগুন্নিতে শ্বশুরবাড়ি লকডাউন করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মজিদ।
মণিরামপুর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আনিসুজ্জামান জানান, মণিরামপুর থেকে গতকাল পর্যন্ত ১১ জনের নমুনা সংগ্রহ করে যশোরের সিভিল সার্জন অফিসের মাধ্যমে খুলনায় পাঠানো হয় পরীক্ষার জন্য। এরমধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ব্যক্তি একজন স্বাস্থ্যকর্মী।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুভ্রারানী দেবনাথ বলেন, ‘মণিরামপুর হাসপাতাল থেকে যে ১১ জনের নমুনা খুলনায় পাঠানো হয়েছিল, তারমধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি আমাদের স্বাস্থ্যকর্মী’।
তিনি জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে যশোরের সিভিল সার্জনের কাছে পাঠানো হচ্ছে, সেখান থেকেই তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, ওই স্বাস্থ্যকর্মী যাদের সঙ্গে মিশেছেন তাদের সবার ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ওই স্বাস্থ্যকর্মীর বাড়ি লকডাউন করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ