ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশ ইউরোপ এবং আমেরিকার চেয়ে ভালোভাবে মহামারী নভেল করোনাভাইরাস মোকাবেলা করেছে। একইসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, আগের যেকোনো সময়ের চেয়ে মৌলিক পণ্য সামগ্রীর মজুদ বাড়ানো হয়েছে।
প্রেসিডেন্ট রুহানি ইউরোপ এবং আমেরিকাকে উদ্দেশ্য করে বলেন, আমরা নিষেধাজ্ঞা ভাইরাস মোকাবেলা করে আসছিলাম যার সঙ্গে এবার করোনাভাইরাস যোগ হয়েছে। কিন্তু তোমাদের কোনো নিষেধাজ্ঞা ভাইরাস ছিল না। তোমরা যখন একটি ভাইরাসের মোকাবেলা করছো তখন আমরা একইসঙ্গে দু’টো ভাইরাসের মোকাবেলা করে আসছি।
করোনাভাইরাস মোকাবেলার লক্ষে গঠিত জাতীয় টাস্কফোর্সের বৈঠকে রুহানি আরো বলেন, "ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে ভালো করেছি।" তিনি আরো বলেন, ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ইরানিদের মধ্যে প্রতিরোধকামী মনোবল অনেক শক্তিশালী ছিল। এ সময় তারা একে অন্যের পাশে দাঁড়িয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
প্রেসিডেন্ট রুহানি আরো বলেন, ইরানের এই অর্জন সকলের জন্য, আমাদের প্রিয়জনদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। হ্যাঁ আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভালো অবস্থায় আছ এবং আমাদের অবস্থা কিছু দেশের তুলনায় ভালো আছে।"
মহামারীর কারণে আসন্ন পবিত্র রমজান মাসে সব ধরনের ধর্মীয় সমাবেশ বন্ধ থাকতে পারে বলেও ইঙ্গিত দেন রুহানি। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটির আসন্ন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক