ভারতের পাঞ্জাবে লকডাউন ভাঙায় বাধা দেওয়ায় দুর্বৃত্তদের তলোয়ারের কোপে হাত কাটল এক পুলিশ কর্মকর্তার। হামলার জেরে আহত হয়েছেন আরও দুই পুলিশকর্মী। আজ রবিবার পাঞ্জাবের পটিয়ালার সবজি বাজারের ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তলোয়ারের কোপে গুরুতর আহত পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হরজিৎ সিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারীদের ৭ জনকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে।
পুলিশ সূত্রে প্রকাশ, লকডাউনজনিত কারণে আজ সকালে পুলিশের একটি দল পটিয়ালার সবজি বাজার বন্ধ করার জন্য যায়। এসময় পাঞ্জাব পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর হরজিৎ সিংয়ের উপরে তলোয়ার নিয়ে চড়াও হয় হামলাকারীদের একজন। ভিডিওচিত্রে প্রকাশ, সরাসরি তলোয়ার দিয়ে কোপ মারায় মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকেন ওই পুলিশ কর্মকর্তা। মুহূর্তের মধ্যে গোটা এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। গুরুতর আহত হরজিৎ সিংকে তাঁর সহকর্মীরা দ্রুত হাসপাতালে পাঠিয়েছে।
পাঞ্জাব পুলিশের মহানির্দেশক দিনকর গুপ্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আজ সকালে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, পটিয়ালার সবজি মান্ডি (বাজার) এলাকায় একদল নিহাঙ্গ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আহত করে। এএসআই হরজিৎ সিং, যার হাত কেটে দেওয়া হয়েছে তাকে চণ্ডীগড়ের পিজিআই’তে ভর্তি করা হয়েছে। শিখদের ঐতিহ্যবাহী তলোয়ারধারী নীল পোশাক পরা লোকদের ‘নিহাঙ্গ’ বলে অভিহিত করা হয়। নিহাঙ্গ সম্প্রদায়ের প্রধান বাবা বলবীর সিং বলেন, অসহায়দের সাহায্য করার জন্য নিহাঙ্গ সম্প্রদায় গঠিত হয়েছে। কিন্তু যারা পুলিশের উপরে হামলা চালিয়েছে তারা কেবল দুর্বৃত্ত।
এদিন হামলাকারীরা একটি গুরুদোয়ারায় লুকিয়ে থাকলে পুলিশ সেখানে কমান্ডো অভিযান চালায়। ওই দুর্বৃত্তদের আত্মসমর্পণ করার আহ্বান জানালেও তাতে কান নিয়ে গুলিবর্ষণ করে তারা। এসময় উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। পুলিশ পাল্টা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে একজন আহত হয়। শেষমেশ ৭ জনকে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। পুলিশ গুরুদোয়ারাতে তল্লাশি চালিয়ে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। এরমধ্যে পেট্রল বোমা রয়েছে বলে জানা গেছে।
পাঞ্জাবের বিশেষ মুখ্যসচিব কেবিএস সিধু ওই অভিযানের বিষয়ে বলেন, বলবেড়া গ্রামের গুরুদোয়ারা থেকে ৭ জন নিহাঙ্গকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গুলিতে যে আহত হয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তাদের ধরতে গেলে গুরুদোয়ারার মধ্যে থেকে গুলি চালায়। পাটিয়ালা জোনের আইজি জোতিন্দর সিংয়ের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক