মাদারীপুরের রাজৈর উপজেলায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রবিবার দুপুরে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় করোনাভাইরাস পরীক্ষার জন্য মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার পাশাপশি বাড়িটি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকার মহর আলী শেখ জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসের অন্যান্য উপসর্গ নিয়ে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এসময় তার শরীরের অবস্থা নির্ণয়ের চেষ্টা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে জরুরি বিভাগের থাকাবস্থায় মারা যায়। পরে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে জাতীয় রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।
ইউএনও আরও বলেন, এই ঘটনায় ওই ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ