ভারতের রাজধানী নয়াদিল্লিতে করোনা আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে দিল্লি স্টেট ক্যান্সার ইন্সটিটিউট। সেখানে এখন পর্যন্ত ২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই ২৮ জনের মধ্যে চারজন ক্যান্সার রোগী।
হাসপাতালেরই এক ডাক্তার এখানে প্রথম কোভিড-১৯ ছড়ান বলে জানা গেছে। সেই ডাক্তারের ভাই ও তার স্ত্রী ব্রিটেন থেকে ফিরেছিলেন। তাদের সংস্পর্শে আসার পর তিনি করোনা টেস্টে পজিটিভ হন। দিল্লির স্বাস্থ্য মন্ত্রী সত্যেন্দর জেইন এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, দিল্লি স্টেট ক্যান্সার ইন্সটিটিউটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা