কভিড-১৯ করোনাভাইরাস সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। ১৮ লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। এ ভাইরাসের কারণে টালমাটাল হয়ে পড়েছে বিশ্ব অর্থনীতি। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ভাইরাসের পর দুর্ভিক্ষ শুরু হয়ে যেতে পারে বলে জাতিসংঘ সতর্ক করেছে। বিশ্বের এমন দুর্যোগে আরও বেপরোয়া হয়ে উঠেছে চরমপন্থী সংগঠনগুলো। আল কায়েদা, ইসলামিক স্টেটের মতো জঙ্গি গোষ্ঠীগুলো কভিড-১৯ করোনাভাইরাস ইস্যুকে নেতিবাচকভাবে ব্যবহার করে ঘৃণা ছড়াচ্ছে।
জার্মান সাংবাদিক Souad Mekhennet দ্য ওয়াশিংটন পোস্টে নিরাপত্তা কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে লিখেছেন। Far-right and radical Islamist groups are exploiting coronavirus turmoil শিরোনামের বিশ্লেষণধর্মী সেই লেখায় জঙ্গি গোষ্ঠীগুলো ভাইরাস সম্পর্কে ঘৃণ্য ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো শুরু করেছে বলে তিনি দাবি করেছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক করে বলেছেন, যখন দেশগুলোর সরকার করোনা এবং এ প্রাদুর্ভাবের কারণে তৈরি সঙ্কট মোকাবেলায় ব্যস্ত তখন এসব জঙ্গি গোষ্ঠী নিজেদের শক্তি বাড়াতে তৎপর হয়ে উঠতে পারে।
বিডি প্রদিদিন/ফারজানা