করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে চীনের বেশ কিছু বিশ্ববিদ্যালয় অনলাইনে যে সমস্ত গবেষণাপত্র প্রকাশ করেছিল তা সরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে চীন সরকারের বিরুদ্ধে।
সাংহাইয়ের ‘ফুদান ইউনিভার্সিটি’ ও উহানের ‘চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস’ সম্প্রতি তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত গবেষণাপত্র প্রকাশ করেছিল। পরে সেগুলো সরিয়ে নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, নতুন নিয়ম মেনে আরও কিছু অনুসন্ধানের পরেই গবেষণাপত্রগুলো প্রকাশ্যে আনা হবে।
নির্দেশিকা অনুযায়ী, করোনাভাইরাসের উৎপত্তি সংক্রান্ত তথ্য স্পর্শকাতর বিষয়। সরকারি কর্মকর্তারা তথ্য যাচাই করেই ছাড়পত্র দেবেন।
বিষয়টির গুরুত্ব মেনে নিয়েছেন লন্ডনে অবস্থিত চীনের সোয়াস ইনস্টিটিউটের ডিরেক্টর স্টিভ সাং। তিনি বলেছেন, এই মুহূর্তে চীনের কাছে করোনার উৎপত্তি সংক্রান্ত নথির গুরুত্ব সবচেয়ে বেশি। স্বাস্থ্য পরিষেবা বা অর্থনীতির ওঠাপড়ার থেকেও গুরুত্বপূর্ণ। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/আরাফাত