করোনাভাইরাস মোকাবিলায় ঘরবন্দি দরিদ্র মানুষের জন্য সরকার ত্রাণ বরাদ্দ দিয়ে আসছেন। বরাদ্দের ত্রাণ বিতরণকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদেরকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে।
হামলায় আহত হয়েছে আসাদুজ্জামান বকুল, ইকবাল, টিপন মোল্লা, ফিরোজ জোয়ার্দ্দার, আশরাফুল ইসলাম, শিমু হোসেন, রিপন মোল্লা, রফিকুল ইসলাম, রেজাউল শেখ, নিশান ও লুৎফরসহ অনন্ত ১৫ জন। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এছাড়াও রাশেদ মিয়া, বাবুল মোল্লা, লাল্টু শেখ ও আরিফ জোয়ার্দ্দারের বাড়িসহ ৫টি বাড়ীতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি সদস্য মতিয়ার রহমান জানান, সরকারের বরাদ্দকৃত ত্রাণ ইউপি চেয়ারম্যান সামাজিক দলীয়করণ করে বিতরণ করে। এ ঘটনায় ফুসে ওঠে ইউনিয়নের হত দরিদ্র পরিবারগুলো। এসব পরিবারে খাদ্যের অভাব দেখে ইঞ্জিনিয়ার এইচএম আসাদুজ্জামান বকুল ৪ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নুর লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু জানান, উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে দলীয়করণ করে ত্রাণ দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য বিস্তার ও ত্রাণ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ