চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্য করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার পর মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের সতর্ক ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আক্রান্ত ওই পুলিশ সদস্যের সংস্পর্ষে আসায় চিকিৎসক, নার্স এবং পুলিশ সদস্যসহ দুই শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একই সাথে লকডাউন করা হয়েছে সিএমপি’র ট্রাফিক বিভাগ উত্তরের ব্যারাক।
সিএমপি কমিশনার মাহাবুবর রহমান জানান, এরই মধ্যে সিএমপি’র সকল ইউনিটকে সতর্কতা অবলম্বন করে দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ সদস্যদের বাইরে বের হলে মাস্ক, হ্যান্ড গ্লোবস পড়তে বলা হয়েছে। সাথে সাথে ট্রাফিক বিভাগের উত্তরের ব্যারাক লকডাউন করা হয়েছে।
সিএমপি সুত্রে জানা যায়, ওই পুলিশ সদস্য নমুনায় করোনা পজেটিভ আসায় ট্রাফিক বিভাগের উত্তরের ব্যারাক লকডাউন ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে। ওই পুলিশের সংস্পর্ষে আসা তিন চিকিৎসক, ৩ নার্স, ৭ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও ২১২ পুলিশ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আক্রান্ত পুলিশ সদস্যকে নগরীর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন- এক ট্রাফিক সদস্য আক্রান্ত হওয়ার পর ট্রাফিক বিভাগ উত্তরের সদস্যদের মধ্যে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের আতঙ্কগ্রস্থ না হয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল