নরসিংদীতে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ফয়সাল (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে নরসিংদীর বানিয়ারছল রেল কলোনিতে ভাড়া বাসায় তার মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছেন,গত দুইদিন যাবত তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ ভোরে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে সকালে তার বাড়িতে মৃত্যু হয়। মৃত্যুর পর পুলিশ ও স্ব্যাস্থ্য বিভাগের কর্মীরা তার নমুনা সংগ্রহ করার পর লাশ দাফন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল