হাসপাতালের চিকিৎসক, নার্স, বিভিন্ন পেশাজীবী সংগঠন, উপসানালয়, ইমাম, গরীব অসহায় মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণের পাশাপাশি কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি।
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সংগঠনটি নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় খাদ্য সামগ্রী নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ এমপি সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে ঢাকা ১১ আসনের অর্ন্তভুক্ত বাড্ডা, রামপুরা, ভাটারা থানার ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ নং ওয়ার্ডের শ্রমজীবি, কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, আটাসহ তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখার উদ্দেশ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
রহমতুল্লাহ এমপি ইতিমধ্যে এসব এলাকার প্রায় ৭০০০ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। করোনা সংকট চলাকালীন সময়ে তিনি এ সহায়তা কাযক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে জানা জানিয়েছেন ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির এ চেয়ারম্যান।
ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ব্যক্তিগত তহবিল থেকে তার নিজ এলাকা চাঁদপুরের হাইমচরসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন। দূরত্ব বজায় রেখে মানুষের মাঝে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।
সুজিত নন্দী করোনা সংকট চলাকালীন সময়ে কর্মহীন জনগোষ্ঠীসহ নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে এ সহায়তা কাযক্রম অব্যাহত রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, প্রত্যেকেকে চাল, ডাল, আটা, মুড়ি, চিরা, চিনি, সাবান, তেল, লবন, পেয়াজ, আলু, মাস্কসহ খাদ্য-সামগ্রী দেওয়া হয়।
এ প্রসঙ্গে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদ্য সচিব সুজিত রায় নন্দী বলেন, ত্রাণ উপ কমিটির সদস্যরা বিভিন্ন জায়গায় নিজ উদ্যোগে, সংগঠনের পক্ষে ত্রাণ বিতরণ অবাহত রেখেছেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে ত্রাণ উপ কমিটির প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যার যার সামর্থ অনুযায়ী কর্মহীন, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি সূত্র জানায়, সংগঠনের চেয়ারম্যান ও সদস্য সচিব ছাড়াও প্রতিটি সদস্য যার যার সামর্থ অনুযায়ী নিজ নিজ এলাকা অথবা যেখানে পারছেন সেখানে মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন এমপি জামালপুর সদরের বিভিন্ন এলাকায় সরকারী ত্রাণের পাশাপাশি নিজস্ব অর্থায়নে সমাজের অসহায়, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠিসহ কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য দ্রব্যসহ বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী প্রদান করেছেন। যতদিন এই করোনা থাকবে ততদিন তিনি এলাকার মানুষের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
আরেক সদস্য আলাউদ্দিন আল সোহেল উত্তরা এলাকার ৫২ নং ওয়ার্ডের শিমুলিয়া, আহালিয়া, দলিপাড়া, বাউনিয়া, যাত্রাবাড়ি, সেক্টর ১৮ এর অসহায়, দুঃস্থ, পিছিয়ে পড়া জনগোষ্ঠি ও কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন। এছাড়াও প্রতিদিনই প্রায় ১০০০ মানুষের মাঝে রান্না করা খাদ্য বিতরণ করেছেন। তিনি এ বিতরণ কাযক্রম অব্যাহত রাখবেন বলে জানা গেছে।
উপ কমিটির আরেক সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার আওতাধীন বেসরকারী হাসপাতালের সকল চিকিৎসকদের জন্য ২৫০টি মেডিকেটেড পিপিই ও মাস্ক প্রদান করেছেন।
ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য দিপক কুমার বনিক নারায়নগঞ্জের সোনারগাওয়ে হতদরিদ্র জনগণের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও মধ্যবিত্ত পরিবার যাদের পক্ষে প্রকাশ্যে ত্রাণ সামগ্রী গ্রহণ করা সম্ভব নয় তাদের পরিচয় গোপন রেখে বিকাশের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ড. মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল বরিশালের বাকেরগঞ্জ ১০০০ হাজার পরিবারের মাঝে মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল বিতরণ করেছেন।
আরেক সদস্য রফিকুল ইসলাম মৃধা মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলার বাজার এলাকায় অটোরিক্সা চালক, পথশিশু, প্রতিবন্ধী মানুষসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। এছাড়াও ঐসব এলাকা জীবানুমুক্ত রাখার প্রয়াসে জীবানুনাশক ছিটানোর ব্যবস্থা গ্রহণ করেছেন। তিনিও ত্রাণ কাযক্রম অব্যাহত রাখবেন বলে জানা গেছে।
ডা. শাফায়াত মুহাম্মদ শান্তনু কুষ্টিয়া জেলার মঙ্গলবাড়িয়া, ত্রীমোহনি, আলামপুর গ্রামের ১০০ টি পরিবারের তালিকা করে ঐসব পরিবারের দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, তেল, পিয়াজসহ শুকনো খাবার হিসেবে চিড়া বিতরণ করেছেন। তিনিও এ কাযক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আব্দুল্লাহ আল মাসুম বিগত কয়েকদিনে রংপুরের পীরগঞ্জের ১৪ নং চতরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দরিদ্র জনগোষ্ঠির মাঝে চাল, ডাল, লবন, তেল, পিয়াজ, আলু, মরিচ ইত্যাদি সামগ্রী বিতরণ করেন। ভবিষ্যতে তিনি এ সহায়তা কাযক্রম আরও বিস্তৃত করবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ