হবিগঞ্জে ৩য় দিনের মত লকডাউন চলছে। সোমবার শহরের কোথাও ছিল না কোনো কোলাহল। হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের দুটি আইসোলেশ সেন্টারের আশপাশের এলাকার রাস্তা বাশ দিয়ে বন্ধ করে দেয়া হয়। শহরে ম্যাজিস্ট্রেট ও পুলিশের টহল জোরদার রয়েছে।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ব্র্যাক কর্মীসহ ৩ জন করোনা আক্রান্ত সন্দেহের রোগী ভর্তি আছে। সেই ওয়ার্ড এবং জেলা পরিষদ অডিটরিয়ামে স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে আরও ৪২জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। জেলায় ১ হাজার ৬০ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের অধিকাংশই নারায়নগঞ্জ ও ঢাকা ফেরত।
এছাড়াও আজ সোমবার দুপুরে নায়ারনগঞ্জ থেকে হবিগঞ্জে আসা এক ট্রাক চালক ও হেলপারকে আটক করে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন রুবেল হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের কোয়াইন্টানে পাঠিয়েছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম