কুড়িগ্রামের রৌমারীতে এক কিশোর করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন। সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
আক্রান্ত কিশোরের (১৭) বাড়ি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর এলাকায়।
জানা গেছে,ঐ কিশোর পার্শ্ববর্তী টাপুরচর দাখিল মাদ্রাসায় ৮ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, এ ঘটনা জানার পর তার বাড়ি লকডাউন করে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, করোনা আক্রান্ত কিশোর গত ১৫ মার্চ ঢাকার সাভারে তার মামা রিক্সাচালক আব্দুল মোত্তালেবের বাড়িতে বেড়াতে গিয়ে ৬ এপ্রিল রৌমারীতে ফিরে আসে।এরপর তার জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ দেখা দিলে গত শুক্রবার তার রক্তের নমুনা সংগ্রহ করে শনিবার রংপুর মেডিকেলে প্রেরণ করে স্বাস্থ্যবিভাগ। এরপর সোমবার রংপুর থেকে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বিডি প্রতিদিন/হিমেল