এবার করোনা আতঙ্ক রাঙামাটিতে। আজ সোমবার ভোর রাতে রাঙামাটি আইসোলেশনে মারা গেছে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ। এ ঘটনার পর করোনা আতঙ্কে ছড়িয়ে পরেছে পুরো রাঙামাটি শহরে। যদিও এখনও পর্যন্ত জানা যায়নি তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা।
এ ব্যাপারে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, রাঙামাটি শহরের রূপনগর এলাকা থেকে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে রাঙামাটি জেনারেল হাসাপাতালে ভর্তি হয়েছিল ওই ব্যক্তি। এসব রোগের কারণে তাকে প্রাথমিকভাবে আইসোলেশনে রাখা হয়। সেখানে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
রাঙামাটি জেলা সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ডা. গোলাম মোস্তফা বলেন, আইসোলোশনে চিকিৎসাধীন থাকা মারা যাওয়া ব্যক্তিটি করেনায় আক্রান্ত কিনা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাত পাওয়া যাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তার মরদেহটি রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে।
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ