বরিশাল জেলার ৩ উপজেলায় একদিনে ডাক্তার ও সেবিকাসহ মোট পাঁচজনের করোনা পজেটিভ ধরা পড়েছে। বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন সোমবার রাত ৯টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় ২ দিনে মোট ৭ জন করোনা আক্রান্ত হয়েছে।
সোমবার আক্রান্ত হওয়া ৫ জনের মধ্যে জেলার আগৈলঝাড়া উপজেলায় একজন চিকিৎসক, বাবুগঞ্জে একজন রোগী, একজন সেবিকা ও একজন চতুর্থ শ্রেণির কর্মচারী এবং গৌরনদীতে একজন নারী রোগী রয়েছেন। বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে চিকিৎসাধীন এক নারী রোগীর সংস্পর্শে গিয়ে ওই সেবিকা ও চতুর্থ শ্রেণির কর্মচারী আক্রান্ত হয়েছেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুভাষ সরকার বলেন, ওই তিন জনের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ থাকায় সোমবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়। রাতে সেখান থেকে তাদের করোনা পজিটিভের বিষয়টি অবহিত করা হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের অনেকে করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছেন। এ কারণে নার্স ও কর্মচারী আক্রান্ত হয়েছে। এ ঘটনার পরই পুরো স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করে সকলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ সীমিত পরিসরে চলবে।
এর আগে রবিবার শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন মেহেন্দিগঞ্জের একজন রোগী এবং বাকেরগঞ্জের একজন রোগীর করোনা পজেটিভ পাওয়া যায়।
এদিকে জেলার আগৈলঝাড়া উপজেলার শিহিপাশা গ্রামে আজ নারায়াগঞ্জ থেকে আসার খবরে দুই নারী পোশাক শ্রমিকের বাড়ি হামলা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে দুই পোশাক শ্রমিকের নমুনা পরীক্ষা করার ঘোষণা এবং লাল পতাকা টাঙিয়ে দুই বাড়ি লকডাউন করার পর বিক্ষুব্ধরা শান্ত হয়।
তবে ওই দুই নারীর বাড়িতে হামলার বিষয়টি অস্বীকার করেছেন আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন।
বিডি-প্রতিদিন/শফিক