প্রথমবারের মতো শরীয়তপুরে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চারজন। এ নিয়ে শরীয়তপুরে মোট আক্রান্ত হয়েছেন পাঁচজন। এর আগে ৪ এপ্রিল ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৯০ বছরের এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। নতুন আক্রান্ত চারজনের মধ্যে তিনজনের বাড়ি শরীয়তপুর সদর উপজেলায় ও একজনের বাড়ি জাজিরায়। এ ঘটনায় ৮২টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
গত রবিবার সর্বশেষ ১৪টি নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর’এ পাঠানো হলে সোমবার তার ফলাফল আসে। তার মধ্যে চারজনের শরীরে কভিড-১৯ পজিটিভ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন এস.এম আব্দুল্লাহ্ আল-মুরাদ।
গত এক সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরে ফিরেছেন ৩৫৭ জন। তাদের নিয়ে উৎকণ্ঠিত স্থানীয়রা। কারণ উক্ত দুই জেলায় করোনার সংক্রমণের হার বেশি। জেলায় এ পর্যন্ত ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদিকে, শরীয়তপুরে একটি পরীক্ষা ল্যাব স্থাপনের দাবি জানিছেন স্থানীয়রা।
বিডি প্রতিদিন/ফারজানা