নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. চৌধুরী মোহাম্মদ ইকবাল বাহার বলেছেন, আপনারা নারায়ণগঞ্জবাসী আতঙ্কিত হবেন না। করোনা আক্রান্ত হলেও যে মারা যাবেন এমনটি নয়, বিশ্বের পরিসংখ্যানে ও দেশের পরিসংখ্যানে এতে সুস্থ হবার সংখ্যা মৃত্যুর চেয়ে অনেক বেশি। আমাদের ডাক্তাররা আপনাদের পাশে আছেন। সোমবার বিকেলে নারায়ণগঞ্জবাসীকে এ বার্তা দেন তিনি।
জেলার সকল ডাক্তার ও স্বাস্থ্যকর্মীকে এ সময়ের সাহসী বীর যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে যারা নিরসল কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি ডাক্তারদের, স্বাস্থ্যকর্মীদের সহযোগীতা চেয়েছেন এবং তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার জন্য সকলকে আহবান জানিয়েছেন।
ইকবাল বাহার বলেন, আপনারা সকলে শুধু একটু সাবধানতা অবলম্বন করবেন এবং নিতান্ত জরুরি প্রয়োজন ব্যতিত ঘরেই থাকুন। আতঙ্কিত হবেন না। এটি স্বাভাবিক রোগের মতই আক্রান্ত হলে অনেকে দেখা যাচ্ছে আতঙ্কে বেশি ঘাবড়ে যাচ্ছেন। এতে করে স্ট্রোক কিংবা দুশ্চিন্তায় আপনাদের শারীরিক অন্য সমস্যা দেখা দিতে পারে। আমাদের ডাক্তাররা আপনাদের পাশে আছেন তারা সেবায় প্রস্তুত রয়েছেন। আপনারা শুধু আমাদের নির্দেশনাগুলো মেনে চলুন আপনাদের সেবায় আমরা সর্বোচ্চ ত্যাগ করবো।
জেলাবাসী ও সকল প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ডাক্তারদের সহযোগিতা করবেন ও সাহস দেবেন। তাদেরকে উৎসাহ যোগাবেন যেন তারা দিগুন উৎসাহ নিয়ে আপনাদের পাশে থাকে। তাদেরকে কোনভাবেই বিব্রত করা কিংবা আতঙ্কিত করার চেষ্টা করবেন না। তারা দেশ ও জাতির জন্য সব সময় প্রস্তুত ছিলেন এবং এখনো আছেন। আমরা সবাই মিলে তাদের পাশে থাকবো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ