এক বৃদ্ধার মৃত্যুকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ল পশ্চিববঙ্গ রাজ্যের কলকাতা মেডিকেল কলেজে। করোনাভাইরাস আক্রান্তদের জন্য সুপার স্পেশালিটি ব্লকের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ওই বৃদ্ধা।
সোমবার রাত ৮টা নাগাদ ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ ঘটনায় মৃতের পরিবার বৃদ্ধার মরদেহ নিতে অস্বীকার করেছে। তাদের দাবি, বৃদ্ধা করোনা আক্রান্ত। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করেননি।
হাসপাতাল সূত্রে জানা যায়, ৬২ বছরের ওই নারী উত্তর ২৪ পরগণার বাসিন্দা। তিনি কিডনির সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি হাসপাতালে। ওই হাসপাতালটি করোনা সংক্রমণের জেরে রবিবার রাত থেকে ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হয়। তারপরেই ওই বৃদ্ধাকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজে নারীদের মেডিসিন ওয়ার্ডে। তার আগে কিছু সময়ের জন্য জরুরি বিভাগেও রাখা হয়েছিল তাকে।
মেডিসিন ওয়ার্ডে চিকিৎসার সময়ে ওই বৃদ্ধার মধ্যে করোনা আক্রান্তের বিভিন্ন ধরনের উপসর্গ নজরে আসে চিকিৎসকদের। পরে তাকে স্থানান্তরিত করা হয় সুপার স্পেশালিটি ব্লকের আইসোলেশন ওয়ার্ডে। সেখানেই সোমবার রাতে তার মৃত্যু হয়।
এদিকে, বৃদ্ধা মারা যাওয়ার পর শুরু হয়ে যায় নতুন করে হুলুস্থুল। কারণ মৃতের পরিবার ওই বৃদ্ধার মরদেহ নিতে অস্বীকার করে। কেননা বৃদ্ধা করোনায় আক্রান্ত। সূত্র: আনন্দবাজার।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন