করোনায় মৃত ব্যক্তির রক্ত সংগ্রহ করা প্যাথলজি স্টাফসহ কুমিল্লায় নতুন ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গরবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলার তিতাস উপজেলায় তিনজন, দাউদকান্দি উপজেলায় দুইজন রয়েছেন।
এছাড়া বুড়িচং উপজেলা, সদর দক্ষিণ উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা ও চান্দিনা উপজেলায় একজন করে রোগী রয়েছেন। এর আগে জেলার বিভিন্ন উপজেলায় সাতজন এই ভাইরাসে আক্রান্ত হন। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেন।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, দেবিদ্বার উপজেলায় করোনায় মৃত জীবন সাহা পাশের চান্দিনা বাজারের দত্ত ডায়াগনস্টিক সেন্টারে রক্ত পরীক্ষা করিয়েছিলেন। তার রক্ত সংগ্রহ করা একজন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/আল আমীন