রাজধানীর ইনসাফ বারাকাহ হাসপাতালের ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার সোহরাব আকন্দ এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমাদের জরুরি বিভাগে সর্দি, কাশি ও জ্বরের রোগীদের চিকিৎসা দেয়া হতো। সেখানকার দুইজন ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়। পরে আমরা নার্স ও কয়েকজন স্টাফের করোনা টেস্ট করে পজেটিভ পাই। আমাদের হাসপাতালের ডাক্তার নার্সসহ ৯ জন করোনা আক্রান্ত হয়েছে।
বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানোর পর হাসপাতাল লকডাউন করতে বলা হয়। মন্ত্রণালয়ের নির্দেশে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতাল লকডাউন করা হয়। হাসপাতালে ৮ জন রোগী ভর্তি ছিলো তাদের সকালে অন্যত্র স্থানান্তর করা হয় বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক