মুন্সীগঞ্জে তিন দিনে ১৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলেন। মঙ্গলবার জেলায় নতুন করে ৪ জনকে করোনা রোগী হিসাবে শনাক্ত করেছে আইইডিসিআর। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৮ জনে।
নতুন চারজন হলো মুন্সীগঞ্জ শহরের মানিকপুর এলাকায় একজন, গজারিয়া উপজেলার বাউশিয়াতে একজন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিষ্ট এবং সিরাজদিখান উপজেলার আবির পাড়ায় একজন।
এদের মধ্যে ৬ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে, ২ জনকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে উপজেলা ভিত্তিক আইসোলেশনে এবং বাকিদের নিজ বাড়িতেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।
তিনি আরো বলেন, গতকাল পর্যন্ত ১২৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে এই ১৮ জনের পজেটিভ আসে। আজ নতুন করে ১৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছি। করোনায় আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে অধিকাংশ রোগী ঢাকার মিরপুর এবং পার্শবর্তী জেলা নারায়ণগঞ্জে থেকে সংক্রমিত হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন